প্রকাশিত হয়েছে: অগাস্ট ২৩, ২০২৫
০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি., পবিত্র ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা-তে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশিত হয়। শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, আদর্শ ও মানবতার বার্তা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, রাসূল (সা.)-এর শিক্ষা আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণীয় ও অনুকরণীয়। সত্য, ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্বের আদর্শ বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ব মানবতার শান্তি, দেশের উন্নতি ও কল্যাণ কামনা করা হয়। দিবসের তাৎপর্যে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।